শুষ্ক পত্র মর্মর দিনে এক পশলা বৃষ্টি হল ;
ভিজিয়ে দিয়ে গেল কচুপাতা, সবুজ ঘাস, গেরুয়া রঙের ধুসর প্রান্তর ।
উত্তপ্ত ধরণীর বুকফাটা প্রশ্বাসে ঠাণ্ডা হাওয়া ভরিয়ে দিয়ে গেল,
জানিয়ে গেল তুমি আছ .... তাই আমি আছি।
এখনো আঁকড়ে আছে জানালার কাঁচের শার্সিকে।
অসংখ্য জলবিন্দু গায়ে লেগে আছে,
অনেকটা নদীর গা-ঘেষে প্রস্তর গজানোর মত।
কাঁচ ও জলবিন্দু কোলাকুলি করে বহুসময় ধরে,
হৃদয়ের তৃপ্তি পূরণ করে বিলীন হয় বাষ্পহীন বায়ুতে ।
ধরনীর সাথে মেঘের নিবিড় সম্পর্ক ... মেঘ-জল-বরফ-বাষ্পের মত;
এ ভালবাসা ও পরিক্রমণ যুগ যুগান্তরের ।
আমি চেয়ে থাকি ও ভাবি!
মানুষ মানুষের মাঝে নেই কেন এ গমন, পরিক্রমণ ও অটুট অচ্যুত প্রেমলতা ;
যে জড়ায়ে রবে শেষ নিঃশ্বাসের পরও ।
বাবুল আচার্যী 18/04/2016