চেতনা সুপ্ত অবচেতনার দ্বার খুলে বেহোঁশ ,
জলের ঝাপটা বিছনিতে তার ফেরে হোঁশ ।
তাকিয়ে দেখে অবদমিত ইচ্ছেরা করে বিদ্রোহ ;
শিরা-ধমনীতে চলে মরা বাঁচার শোণিত প্রবাহ।
স্নায়ুপথে স্নায়বিক চাপ, উত্তেজনা,চলে পথ অবরোধ ,
ইচ্ছের হয় অপমৃত্যু, নিতে চায় ওরা মরার প্রতিশোধ ।
এ জগতে কার না জাগে পিপাসা ?
কে না চায় শান্তির নীড়ে বাঁধে বাসা ?
হলফনামায় নিজেদের নাম মুদ্রিত হোক ।
জাতি প্রজাতি বয়ে চলুক অপ্রাপ্তির শোক ।
ইচ্ছেগুলো কেন করে উন্মাদ ?
চেতনার কাছে করে ফরিয়াদ ।
দাও স্বাধীনতা, বাঁচি ধরণীর 'পরে,
অগোচরে পড়ে আছে বহুকাল ধরে।
নিষ্পেষিত,নিগৃহীত আকাঙ্ক্ষিত বাসনা _
প্রাপ্তির পথে পেয়েছে লাঞ্ছিত ও বঞ্চনা ।
যুগ যুগান্তর ধরে চলে এই দমনের প্রবাহ
তাই জঠরেও পাবে ,আজো ভ্রণের মৃতদেহ ।
বাবুল আচার্যী 17/04/2016