আয়রে তোরা পরবাসী নিজের দেশে আয় ,
মাটির গন্ধে সুধা পাবি আইরে চলে আয় ।
গুমড়ে থেকে কাঁদবি কত সুদূরে বিদেশে ,
মাতৃভূমি মধুর ভূমি মৌচাক গড়ে স্বদেশে ।
মাতৃভাষা মায়ের বুলি কোথায় পাবি আর ;
শুনলে ওরে কানের ব্যথা যায়যে তরী পার।
মাটি খাঁটি মধুর ভাটি জুড়ি মেলা ভার ।
এ মাটিতেই জন্মমৃত্যু খুলবে সরগ দ্বার ।
গাড়ি বাড়ি সবই পাবি ,পাবি নাকো প্রাণ ।
হিমেল হাওয়ায় লু বহে ,হৃদয় চাহে ত্রাণ ।
শুনতে পাবি নারে তুই,প্রভাত ফেরির গান ।
গানে গানে মাদল বাজে,বাতাস ছড়ায় ঘ্রাণ ।
দরাজ গলার মধুর কন্ঠ ,সবার দ্বারে ঘুরে ।
শিশির ভেজা শান্ত বারতা শুনি ঘুরে ফিরে ।
মাতৃভূমি মাতৃদুগ্ধ দুজনাতে সমান মুগ্ধ ;
এমন মুগ্ধে বিরাগ হলে ,জীবন হবে সমান ক্ষুব্ধ ।
বাবুল আচার্যী 16/04/2016