সীমাহীন উষ্ণতায় সীমানার রেখা ম্লান হয়ে মুছে যায়,
মাতঙ্গিণী র ঢেউ কোন কুলে বইছে বোঝা বড় দায় ।
ফেনিল সমুদ্র নিঃশ্বাস নেয় .....
ভাটার প্রশ্বাসে তা ছেড়ে দেয়।
রাত জাগা পাখির ভাষা দুর্বিষহ ;
কুহু কূজনে কখনো করে কলহ ।
অজস্র বুলবুলি ওঠে ফুরফুরে হাওয়া যেন বয়,
বিশ্বাসের পারা স্রোতস্বিনী গঙ্গার ধারা ত নয় ।
প্রাণবায়ু প্রশ্বাসের ছাড়পত্র ..
জেগে থাকা নক্ষত্রের প্রমাণপত্র ।
উষ্ণতায় ধরণী চৌচির ........
বুকের জমানো ভালোবাসা আদ্রতায় মিশে যায় ,
ফাটল , গহ্বর চন্দ্রালোকে মনে হয় কালো রেখা ,
উষ্ণতায় নদীপথ শুকিয়ে এভাবে হয় কি বাঁকা ?
বাবুল আচার্যী 11/04/2016