ফুলের সুবাস নিঃশ্বাসে নিয়ে ছেড়ে আসি প্রশ্বাসের পথে,
হারিয়ে ফেলি ভালোবাসা জীবনে চলার কোন এক স্রোতে ।
তরুবালা ছাওয়া সবুজ ঘাস পেতে দিয়েছিল যে প্রভাতে,
নব নবীনের দোলা লেগে দুলে ছিলে কোন অভাগা রাতে ।
আকিঞ্চিত স্বচ্ছ সলিল মনে প্রাণে চোখে বড়ই টানে,
মনে হয় ডুব দিয়ে ছুঁয়ে ,তলের বালি তুলি, গানে গানে ।
এ জীবন দুর্বার ! নদীর জল বয়ে চলে যায় আপন বেগে;
দুর্বল মেঘ উড়ে ভেসে যায় কোন দৃর অচিন প্রান্তের হেগে।
এ জীবন মরি মরি! কতবার আসে নানাফুলের রঙীন বসন্ত!
বল্গা হরিণ ছুটে পালায় যদি,লাগায় না সে কোন দিশে হসন্ত ।
পাল তোলা নায়ে ঢেউ লেগে যাবে নূতন নবান্নের দেশে,
কেমনে আসবে সে ফিরে, সেই পুরনো নন্দ কিশোর বেশে ?
বাবুল আচার্যী 07/03/2016