উম্মুক্ত গগন তলে উনুন আমার নাহি জ্বলে,
মন-জ্বালা ধারার জলে আগুন নিভে যায় ;
অশ্রু জল ধোঁয়া ভেদ করে মাটিতে গড়ায়
মোড়া ইতিহাস ডুবে যায় নদীর অতল তলে ।
বাহিরের আগুনে আঁচ নেই,সে কথা জানি
হৃদয়-দহনে গলে পুড়ে যায়, এ কেমন বহ্নি ?
বাহিরের অবশেষ রেখাপাত করে শুধু মনে;
হৃদয়-দহনে অভিশাপ টেনে আনে জীবনে ।
ইচ্ছে ত হয় অভাগারো বিহঙ্গের মত উড়ি,
ডানা মেলে খুশিতে নীলাকাশে ঘুরে ফিরি ।
ছেঁড়া কাপড়ের ভাঁজে রামধনু মিশে গেছে,
আলো হীন মন শুধু কালো রেখা এঁকেছে।
কর্ণধার ,গন্ধে ভরা সুবাস বয়ে আনবে কবে ?
আশা কুহকিনী সেই পানে চেয়ে চেয়ে বাঁচবে ।
বাবুল আচার্যী 2/04/2016