সাগরের বেলাভূমিতে দাঁড়িয়ে নিরীক্ষণ ...
করছিলাম আছড়ে পড়া ঢেউগুলোকে ।
নীল সীমানার পারে উচ্ছাস কী দারুণ !
মনে-প্রাণে ঢেউ খেলে যায় দিবালোকে ।
কিন্তু হায় ! কেউ দেখেনা সুপ্তির বেদনা !
ঢাকা পড়ে গেছে কত অজানা ভাষার_
আক্ষরিক অর্থের পরিচয় লুপ্ত চেতনা ।
ফুলের বাগিচায় চেয়ে থাকে বারবার ।
মনে শুধু প্রশ্ন জাগে, পথের ধারে দাঁড়িয়ে_
থাকা মূক বালিকার নয়নের চাহনিতে ।
কত অলিখিত কাব্য ঝড়ে যায় কপোল গড়িয়ে।
পাবে না যাহা কিনতে বই এর বিপিনেতে ।
কেন সে জন্মালোনা এমন ধরার কোলে তে_
যেথায় ঘাস, দুর্বা, বৃক্ষের হয় সমান যতন ?
বাবুল আচার্যী 02/04/2016