কে তুমি এলে দ্বীপ জ্বালানি রূপে তুমি ভুবন মোহিনী ,
রূপের ছটায় আঁধার লাজে যায় যে সরিয়া ।
সাঁঝের ঘোরে বাতির আলো দেখে বলে আমি কালো,
তোমার রূপে বাতির আলো যায় যে কাঁপিয়া ।
মেঘেল কোলে লুকিয়ে ছিলো লাজুক মুখে দেখা দিলো ,
গরব শশীর কপূর ভাতি, যায় যে উড়িয়া ।
তোমার প্রকাশ আমার মনে সুরের ছন্দে গানে প্রাণে ,
বাজায় বীণা হৃদয় আমার মনটি কাড়িয়া ।
এত দিবস গৃহের কোণে বীণা ছিল আপন মনে,
ধুলোর ভারে তারটি আমার যায় যে ছিঁড়িয়া ।
মনের মেলায় দুজন মোরা চারটি হাতের করি জোড়া,
সকল শিকল দুজনারে থাক না বাঁধিয়া ।
বাবুল আচার্যী 17/03/2016