ভুবন মাঝে সাঁঝের বেলা তুমি এলে মনের মেলা,
:মনের তরী সাঁঝের ভেলায় যায় যে বহিয়া ।
পলক ফেলে যেদিক দেখি ঘোরে ফিরে জুটি একি,
সন্ধ্যা তারা লুকায় লাজে, গগন ভেদিয়া ।
মনের মাঝে মোহনবীণা সুরটি আমার নাহি চেনা,
সুরে সুরে গাওগো তুমি, আমি লইব তান ।
যখন হবে মনের মিলন যাবে সড়ে মনের গ্রহণ,
দ্বৈত স্বরে গাইব মোরা, গভীর প্রেমের গান ।
বাবুল আচার্যী 16/03/2016