মেলায় ছোট্ট খুকীটা রঙীন বেলুন নিয়ে কি হাসিটাই না হাসল,
সহজ সরল মনটা বেলুনের রঙে মিশে গিয়ে বাতাসে বাঁধ বাঁধল ।
বাঁধনহারা ঢেউ আছড়ে পড়লো চলমান সবার মনের উপকূলে ,
ভিজে গেল মনের আঁচল, হাসির উচ্ছাসে প্লাবিত হল জনকূলে।
হাসির ফোয়ারা ছুটে মল্লিকা গুঞ্জরি ওঠে মন বন তপোবনে ,
একরাশ নির্মল বাতাসে যে আসে পরশে ফোটে ফুল ক্ষণে ক্ষণে।
ধুলিমাখা কলরব শান্ত সবুজ বনে ধাক্কা লেগে হারিয়ে গেছে,
মধুমাখা হাসিখুশি ঝর্ণার নাদে মোহনায় গিয়ে যেন মিশেছে ।
বদ্ধ রেখে দ্বার কোথা পাবে তাঁর হদিস এ জগতের ত্রিভুবনে,
খোঁজ তাঁরে জন মনে সকল প্রানে যেথায় ঝর্ণা ঝড়ে কলতানে।
বাবুল আচার্যী 14/03/2016