যমুনার আকাশে খেয়ার বাতাসে মিশে গেছে বহুসুর গুঞ্জনে,
সুরে সুরে মন্দ্রিত এ বাতাস দোলা দিয়ে যায় সবার প্রাঙ্গণে ।
কে বল তুমি,সুগন্ধি বাতাস বয় না তোমার কপাটে,বাতায়নে ?
কে তুমি দিলে তারে গৃহঋণ, বাধা দাও নাই সূদুরে পলায়নে ।
তোমার বিষাক্ত চিন্তাধারা উপচে পড়ে ঢেউ এ ,সবার চিন্তনে ।
ক্ষুদ্র নীতি ,স্বার্থের প্রীতি ঘুরপাক খায় যমুনার কালো জলে,
তোমার আশ্বাস,ফেলে আসা নিঃশ্বাস,গন্ধ ভাসে প্রতিপলে।
ভুলে যাও, প্রাণ ঈশ্বর, দেহ নঃস্বর, মোম সম গলে দিবাবসানে,
ওঁ গঙ্গৈব,ওঁ যমুনা চৈব,ওঁ শান্তি মন্ত্রে শুদ্ধি হবে দেহ,দেহবসানে।
বাবুল আচার্যী 14/03/2016