প্রাণ মাতানো শহরে কুচক্রীরা মাকড়সার জাল ফাঁদে_
সৃষ্টি শিয়রে রবি ,ভোরে উঠে রাঙা চোখে কাঁদে ।
ঐ কচি মেয়েটার বয়সই বা কত হবে ?
সবে রঙীন বসন্ত এলো , রবে বহুদিন রবে ।
সে তো কোনো পাপ করে নাই খোদার দরবারে ;
পাপ-পুণ্যের বিচার দিতে হবে ওকে বারেবারে ।
সোনারূপা গাছি নামটা সরগ নয় ,ওটা নরক _
ভাঙা কাঁচের চুরির স্তুপে,ভরে গেছে সড়ক।
বিছানার কভার সতেজ রক্তের দাগে কলুষিত !
যতগাছি কালো নামে থেকে যাবে অধ্যুষিত ।
মাসি ওকে, বড়ো আদরে ,সুন্দরী বলে ডাকে_
মা 'মা' বলে ডাকে কাতর অন্তরে ঐ ফাঁকে ।
ডাক শুনে সে মাসীর, প্রার্থনা করে বারবার,
হে আল্লা,ভগবান, খোদা ,
তুমি শ্রীকৃষ্ণের বাঁশরী, তুমিই ভীমের গদা ।
তুমি করো সবার _
আমার গড়িয়ে পড়া রক্তের সুবিচার ?
বাবুল আচার্যী 25/02/2016