উত্তরীয় ও পদবী নিয়ে আজও আমার
সংশয় গেলনা ।কক্ষপথে থেকে ছায়ার
মাঝে চলে দ্বন্দ্ব । অনতিকাল ধরে চলে,
মৃত্যু দ্বীপের অতিথি নির্বাক ভাষা বলে।
রবি, তোমাকে দেখে আমার শঙ্কা হয় ?
মনের মাঝে যুক্তি গুলো উক্তি খোঁজে,
আঁধার গৃহে যারা ছিল, দ্বার রুদ্ধ নয় ?
দূরে ছিলে? কারচুপি করে চোখ বুজে।
বাতাস? তুমি ত ছিলে উদ্যত ও উদ্যম,
তোমার নাসিকায় নেই নথ, নও বেগম ?
পাশবিক বলে ,সবার কাছে তুমি পবন,
শক্তির সঞ্চার করেছ তুমি অসীম ভুবন ।
তুমিত ঐ অন্ধকার গলিতেও ঢুকেছিলে ....
তবু কেন অবয়বের কাছে যেতে পারিনা?
চিন্তার সুতোগুলো সরলরেখায় আসেনা,
পচা দূর্গন্ধ বের হয় ক্যাম্পাস থেকে,কেন ?
আলো তুমি ছোট্ট গুলমোহরেও অফুরন্ত,
প্রাণ দিয়েছিলে । সবাইত হয়েছে প্রানবন্ত।
তবু হৃদয়ের কপাট দ্বার রুদ্ধ,ঘন অন্ধকার,
সময়ও হয়নি তোমার জ্ঞানদীপ জ্বালাবার ?
বাবুল আচার্যী 24/02/2016