বাইরে চোখ ধাঁধানো রোদ্দুর ধূ ধূ করে.....
বাষ্পহীন আদ্রতা...মাঝে বিরাট খাই....শূন্যতা ...নির্জনতা..
তুমি নেই, মধুরিমা নেই ..চাঁদ নেই
মধু গুঞ্জন করেনা , সুবাস বহে না,
তপ্ত দেহ, দগ্ধ মন , আঁচ নেই, আশও নেই ...
রঞ্জনরশ্মিযুক্ত লোচনে ভেদ করো আমায়..
মনের জলছাপ ফুটে উঠবে,
দৃষ্টিতে ভেসে বেড়াবে অনেক ...অনেক কিছু,
না বলা শব্দ গুলো কিভাবে গুমট অন্ধকারে স্তব্ধ হয়ে আছে ।
দেখবে শ্বেতকণিকা,লোহিত কণিকা থেকে কতটা ফারাক !
মনে  নির্যাস ,হেলদোল, কোলাহল নেই , অসহ্য নীরবতা ।
তুমি মরীচিকা সম, উত্তপ্ত মনের সাহারায় দেখা দাও ।
এগিয়ে যাই.... বিভ্রান্ত হই , তবু ছুটে যাই ..
জলের পরশ পেতে তোমাকে ছুঁতে যাই,
হৃদয়ের দাবি পূরণে তোমাকে পেতে চাই ।
হৃদয় গরব করিতে চায় তোমার ভুবনে ..
কিন্তু ..তুমি যে মরীচিকা .. অস্পৃশ্য ..
পালিয়ে বেড়াও, অমাবস্যার চাঁদ,
তুমি যে লাজবন্তী, ডুমুরের ফুল ..ভুলে যাই ।
দূর ...  থেকে দূরান্ত , দিন ...থেকে দিনান্ত,
খুঁজে বেড়াই, তুমি যে বিরল.. অদৃশ্য ।


বাবুল আচার্যী   22/02/2016