মূমুর্ষ যৌবন শেষ আশে দাঁত কামড়ে লড়তে দেখেছি ।
আগ্নেয়গিরি মত লাভা নির্গত হতে দেখেছি,
কমলিনী তোমায় ওষ্ঠ বেয়ে ।
কে তোমায় বুঝল হায়....
তপ্ত মরুভূমি, লূ বহে সদা তায়।
বিশ্বব্রহ্মাণ্ড অন্ধকার,
আঁখি-দ্বয় মুদে নিলে সব একাকার,
আলো যেথা হয় আঁধারের পরিবার ।
আঁধারের মাঝে ভেসে থাকা,
বহুদূর হতে যায় না তারে দেখা,
বিরল কোনে পড়ে থাকা একটি পরান .......একটি গ্রহ ।
ভরে নিয়ে হৃদয়ে উড়ান,
চলেছিলে জয় করতে একটি ভিন-গ্রহের হৃদয় ।..মোহ শুধু মোহ ।
শনি গ্রহ কান্তিতে মোহময় ,
তবু, করি তারে সবে ভয় !
পশমনে সব করি রুধিতে যত ক্ষয় ।
তুমি বিবর্তনের একটি কণা,
ছায়াপথের আড়ালে লুকিয়ে থাকা,
শত শত কনা, আছে কত অজানা .........
শুধু খোলা চোখে, কেমনে করিবে তার পরিচয় ?
বাবুল আচার্যী 17/02/2016