ট্রেনে যেতে যেতে অন্ধ ছেলের বুক ভরা গান শুনি,
হৃদয়ের দ্বারে করাঘাত করে কে? শুনি পদ ধ্বনি ।
ছিন্ন মলিন পরিধান , ভয়ে ভয়ে মোহ-প্রাণ ।
আলোর দ্বারে দ্বারে ফিরে ,
কৌটা একটা হাতে লয়ে ;
আঁধারে কুড়ায় সে বাঁচার সম্মান,
দরাজ গলায় গাইছে সে গান,
চোখ থাকিলে, কত আনন্দ,
মুদিলে ভুবন অন্ধ,
এ সাগর কেমনে করি আমি পার?
দাও গো সবে কিছু মোরে
ভালোবেসে অন্তরে অন্তরে,
অন্ধজনের কর পরিত্রাণ ।
আলোর জগতে সবাই মোরা মুসাফির,
চাইল না ফিরে কেহ ,বন্ধ সব গৃহ ;
চলে সবে একমনে নিজের শিবির ।
তোমার আলোতে দাও কিছু আলো,
দিয়ে কিছু তারে কর ওর ভালো,
হৃদয়ে বইবে আনন্দ ধারা অসীম অপার ।
বাবুল আচার্যী 17/02/2016