ঐ আদিকাল কাল হতে জড়বৎ প্রস্তর দেখেছি ।
ধীরে ধীরে নিজের গাত্রবর্ণ কালো হতে দেখেছি ।
দেখেছি ধূসর হতে ......
ধূসর থেকে ক্রমশ পরিসমাপ্তির কিনারে, তবু কিভাবে
ভালবাসার ঋণ পরিশোধ করে চলে ।
বিলুপ্তির পথে চলতে চলতে প্রস্তুর গুলো নির্বাক,
তবু মনের ভাষা পদধূলির চাপে কার্বন পেপারে ভেসে ওঠে ।
আমার ভালবাসা মন্দিরের চারিপাশে ভেসে বেড়ায় ।
ঘন্টার কলধ্বনি আমি শুনেছি আদিকাল হতে ।
পৃথিবীর প্রলয়ে সেতু বন্ধনে তোমার পথ তৈরী করে দেব ।
আমি তোমার পাদ প্রদীপের বেদী হয়ে থাকতে চাই,
আমি তোমার নামের কলঙ্ক হয়ে থাকতে চাই ।
এতটুকু স্বাধিকার তুমি খর্ব করবে না । .....এই আশা করছি ।
বাবুল আচার্যী 15/02/2016