কোমলকমলদলোপরি টলমল জলবিন্দু সম বধূর মন বিরাজে ,
সঙ্কোচনে সঙ্কুচিতাঙ্কুরোদগম কুঁরি সম লাজুক মন কত সাজে ।
স্বলাজে লজ্জাবনত আধো আধো নিমীলিত লোচনে সহাস্য বদনে,
সবাকারাগোচরে রক্ষিত বহুদিবস ধরে ভালোবাসা হ্রদি-সদনে ।
ছন্দে ছন্দে মন্দ্রিত পুলকাপ্লুত ভরা চিত্ত কাঙ্খিত পদচাপে শিহরিত,
ঘনান্ধকার তুমি চাপা সুন্দরী, বড় আদরী কর মন বন সব মুখরিত ।
বহু দিবসের প্রতীকী ছায়া শিহরণ জাগায় দেহে ও হিয়ায় হিন্দোলে ;
অবগুণ্ঠনের ছায়া ভাসিয়ে বাতাসে, উদ্বেলিত মন ডুবে যাবে অথই জলে ।
বাবুল আচার্যী 11/02/2016