সন্ধ্যা, তুমি রোজ কেন আসো ঘিরে?
চোখের আলোতে যে বাধা পরে,
তাকে দেখি না যে _
আলোর আলো যে আমার নয়ন ধরে,
সে নয়ন দিয়ে দেখি তাকে বুক ভরে,
তা তুমি জানো নাকি?
ভোরের রবি না বলে-কয়ে গেল অস্তাচলে _
না বলা কথাগুলো হৃদয় কি করে তবে বলে?
অস্ত গেল, সেও গেল চলে ।
দিবসে রবি সাথে আলো এনেছিল,
শঙ্কা করেনি সে , তাই এসেছিল ।
সন্ধ্যার কামিনীগন্ধা ভালোবাসে না, সে ...
দিবার রবির সাথে তার পুরোনো সখ্য যে,
যেতে যেতে সে বলে গেল,
ঐ দেখ আঁধার ঘনিয়ে এল,
পাখি সব নীড়ে ফিরে গেল।
কথা কিছু হল, বাকি কাল হবে.....
চলি, ত্বরা বাড়ি যাই, কাল আসব সকালে যে ।