গগনের ধবল রেখা মুছে গেল একা একা,
সে কোথায় চলে গেল, পেলাম না আর দেখা ।
গগনে কালো কালো মেঘ, মনে দুরু দুরু বেগ,
সজল হাওয়া ডাক দিল তারে , তবু সে আসে নাই কেন ফিরে ,
অকারণে যায় যে সময়, বাদল আসে মনে ঘিরে ঘিরে ।
সুবাস ভরা বাতাস ছিল দ্বার খুলি নাই _
মনের হাহুতাশ এখন কার কাছে শোনাই,
সবুজ মনের পাতা হলদেটে হলো যেনো!
রঙ-বেরঙের খেলা গুলো কালচে হলো কেন?
রঙ গুলো নিয়ে গেলে যখন , রঙ নিয়ে আসো যেন ।