আজ প্রাণ বায়ু ভরে নিতে চাই নিঃশ্বাসে ,
মনে শক্তির অনু ভরে নিতে চাই বিশ্বাসে ।
শক্তির পারায় বিশ্বাসের ধারায় মোরা চলব ,
শত্রুর মোকাবিলা করে মরতে হয় মরব ।
ঝড়, ঝাপটা র ভয় মোরা করিনি, করবনা,
রক্তচক্ষুর ভয় মোরা কভু ডরিনি, ডরবনা ।
রক্তের আহ্বান দিয়ে গেছে মুক্তির সেনানী,
বুকে ধরে রাখি মোরা সেই মুক্তির বাণী ।
আমরাই যোদ্ধা, সেনানী, আমরাই বীরপুরুষ,
আমাদেরি গানে প্রাণে আছে জাগ্রত হুঁশ ।
মুক্তির মন্ত্রে দীক্ষিত, তাই নেই কোনো ভয়,
হিংসার বদলে হিংসায় দেব মোরা পরিচয় ।
রক্তের বদলে রক্ত, দিতে মোরা থাকি প্রস্তুত,
শিরায় ঝড়ে আগুন, ধমনীতে বহে বিদ্যুত ।
গিরি-পর্বত লঙ্ঘন করি, করি না তোয়াক্কা,
শত্রুর বিলে ঢুকে গিয়ে, মারব তাকে পাক্কা ।
আমাদের বাণে, শানে শত্রুর বাজাব ডঙ্কা,
শত্রুর শক্তি পরাভূত হবে, নেই তাতে শঙ্কা ।
হাড়ের মজ্জার শক্তিতে, চলি মোরা এগিয়ে,
আমরা কামানের গোলা, আসব না পিছিয়ে ।
আমরাই জাগাই গানে প্রাণে মৃত্যু শিহরণ,
ভারতের একশত পঁচিশ কোটি সব জনগণ ।
প্রাণে নিয়ে চলি বিজয়ের গাঁথা, সঞ্জীবণী মন্ত্র,
গুড়িয়ে দেবো তাই শত্রুর ছোট বড় সব যন্ত্র ।
তাই সাবধান, চোখ আমাদের কভু রাঙিও না,
উল্টোরথ চালানো আমাদের শিখিও না ।
চোরা পথের শত্রুর সন্ধান করে নিব মোরা,
রক্তচক্ষুর সম্মুখে বানাব আজীবন খোঁড়া ।
আমাদের দেশে কেহ যদি থাকে বিভীষণ,
উল্টো করে মারব তাকে রেখে শীর্ষাসন ।
আমরাই ভারতের বাহুবল, শক্তির বীজমন্ত্র;
আমরাই মিলে গড়ে তুলি সবে, বিশ্বের সেরা গনতন্ত্র ।