আজ মন মেতে ওঠে মৃদু কলরবে,
ঐ গগন পথে ভাসে, শুনি নাই কবে?
ভরে যায়, তারি গুঞ্জনে মহারবে ।
ধুলায় ঢলিয়া পড়িবে পাতা,
সাথে নিয়ে কত অবহেলার গাথা ।
হেলায় টলি তারে, তুমি সব পাসরিবে ।
আয়নার দু ফুট পেছনে দাঁড়িয়ে,
নিজেকে আমার মত সাজিয়ে;
চোখে চোখ রেখে কথা বলো
দেখাতে চেয়েছ সত্যের পথ _
যেন অবোধ শিশুর আক্ষরিক পরিচয় ।
এ জীবনের পথ বড়ই পঙ্কিল,
প্রেক্ষাপটে কালো-ছায়া নীল ছবি;
তাই তুলি দিয়ে মনে সব আঁকি ।
হাওয়ার গন্ধে ভাসে মদের গন্ধ,
দামী, হৃদয়ের অতি কাছে সে,
বুকে ধরে রাখে, হেলেঢুলে পায় অমৃতানন্দ ।
দূর থেকে মনে হয় সুন্দর রাঙা ফুল,
কাছে এসে দেখ, প্লাস্টিকের রাঙা দুল ।
পৃথিবী গোলাকার, তবু নয়নের সমতল,
মনের মাঝে দন্ধ ধরে, তাই বলি ধরাতল ।
বাবুল আচার্যী 24/01/2016