স্বপন নিয়ে আসলে যখন _
যাও, কেন যাও উদাস মনে?
সবুজ খুশির কুলীন বাতাস,
একটু ছোঁয়াও আমার প্রাণে ।
ঈশান কোনের শীতল বায়ু _
আসল তোমার খবর নিয়ে;
ঘুমের ঘোরে ছিলেম যখন ,
আভাস দিলো পরশ দিয়ে ।
তোমার আসার খবর পেয়ে,
অলির গুঞ্জন গুঞ্জরিছে _
কুসুম গুলোর মঞ্জরী গুলো
পাপড়ি মেলে ফুল ফুটিছে ।
রবির আলো খবর পেয়ে,
আঁধার ছেড়ে উঠল যখন _
সকল রঙের সমাবেশে,
ভরলো আলোর গুচ্ছে তখন ।
কথা বলার চকিত ক্ষণে,
হৃদয় খোঁজে দোসর যখন _
মনের ভাষা বলতে গেলে
পলক ফেলে তোমার নয়ন _
হৃদয় আমার সবুজ পাতা ;
পলক ফেলে করে চয়ন ।
স্বপন নিয়ে আসলে যখন _
যাও, কেন যাও উদাস মনে?
হৃদয় - হৃদয় একটি ভাষা,
তাকে নিয়েই সকল গ্রন্থ,
তোমার আমার একই আশা ।
বাবুল আচার্যী 23/01/2016