এ কেমন ভোর?
সত্যের মরা কাঁধে তুলে নিয়ে গিয়ে _
মিথ্যার করে হোর ।
এ কেমন শহর?
শব্দের মধুকোষে খেলা করে যারা _
প্রগলভ আস্ফালন জমা রাখে তারা ।
করে তুলে জহর ।
এ কেমন বাতাস?
হৈ চৈ ভরা হুঙ্কারে ভাঙে কার দুয়ার,
মধু মাখা ফুলঝুরিতে ব্যলটের উদ্ধার _
হৃদয়ের মাখামাখি তারপরে দূরে পাড়ি ।
মা বাবার হাহুতাশ ।
এ কেমন মন ?
গেটে যে দাঁড়ায়ে, কেটেছে দুদিন অনাহারে,
'ভাত দাও ' বলে তার প্রাণ গেল প্রহারে ।
বিশাল ভান্ডার,তবু নেই মনে এতটুকু আধার;
শুন্য তার ধন ।
এ কেমন ধর্ম ?
বন্দুকের প্রতি গুলিতে যারা প্রাণ করে সংহার,
ঈমানের পিন্ডিদান করে ,করে যত দুষ্প্রচার _
কালো পতাকার আড়ালে করে যত ব্যভিচার ।
হৃদে নেই মর্ম ।
এই ছিল স্বাধীনতা ?
রাত-বিরেতে ,দিনে-দুপুরে ধর্ষণ,কত হয় খুন _
হিংসার দাবানলে, যত পারো মনে,লাগাও আগুন ।
যাক ছিঁড়ে যাক, শেষ বাঁধনের রেশমের গুণ;
নেই কোনো নিরাপত্তা ।
এ কেমন ভোরের বাতাসে মন ঘুরে শহরে?
কত ধর্ম, জাত-পাত মিলে পেলাম স্বাধীনতা _
তবু তার মর্ম কেন বুঝিনা, আঃহারে ?