আজ দেখেছি দু নয়নে প্রকৃতির সুন্দরতা _
নীলাভ গগন ও উচ্ছাস সমুদ্রের প্রসন্নতা ।
সূদুরে ঐ দেখ প্রান্তরে, ওরা মিলেমিশে একাকার,
যেন দুজন দুজনারে জড়ায়ে ধরে চুমু খায় বারবার ।
দুবাহু বাড়ায়ে আকাশ বলে,
তোকে দেখে ভাই আমার নয়ন খুলে,
তোর বুকেতে আমার প্রতিবিম্ব দেখিতে যে পাই ।
আমি যে সবার থেকে শতক্রোশ দূরে _
ঘাড় উঁচু করে, কেহ কভু এক আধবার যদি দেখে ফিরে ।
আমি যে শুধু কল্পনায় কবিতা , ছন্দের পরিণীতা ।
কখনো দুচোখে দূরবীণের রহস্যময় অম্লান অম্বিকা ।
তুই ভাই সহোদর, খুশির আবেগে যশোহর ।
জোয়ার ভাটার উচ্ছাসে তুই অতি মনোহর ।
তোর উপকূল, একুল, ওকূল, দুকুল,
সৈকতে ধরে থাকে সদা ফুল ও মুকুল ।
সুন্দর বালির বিছানা, সুন্দর মন, সুন্দর সব _
সবে মিলে খেলা করে যেন প্রতিদিন উতসব ।
বাবুল আচার্যী 17/01/2016