সবুজ ধরার সুন্দরতা,
মূক সে, নেই কোনো বারতা _
তবু সবুজ মনে সকল প্রানে জাগায় হাহাকার ।
তুমিও তাই ধরার মনে
সাজিয়ে ছিলে আপনজনে,
লাজুক স্বরে বলো যদি, আমি কি তোমার?
আগলে রাখো প্রেমের শিখা,
নয়তো পড়বে যবনিকা,
নাবিক তোমার যাবে চলে, সকুল অন্ধকার ।
দিনের শেষে বসো ভেবে,
একলা নয়তো রবে ভবে,
জীবন - মরন একই হবে, সকল একাকার ।
বাবুল আচার্যী 13/01/2016