সীমানার ঘেরাটোপে আজ মোরা বন্দী _
কাগজের চাপাকলে, কে আটে ফন্দি ?
আমরা যে সাদাসিধে, তাই জনসাধারণ ,
মানুষের নামে গাধা , ভর তুলে করি বহন ।
আছে যত কর গুলো, তোমাতেই চাপবে,
সরকার ভালো জানে, তুমি তা পারবে ।
গড়িমসি করো যদি , তবে নাই নিস্তার,
রিলায়েন্সের নেটওয়ার্ক করে শুধু বিস্তার ।
কর যদি মাফ হয়, ওরা হচ্ছে উপযুক্ত ;
চাষী ভাইয়েরা প্রাণ দেয়, হতে ঋনমুক্ত ।
তুমি যদি হাতপাত, কি আর চাইবে ?
নুন মাখা, সাদা ভাত, তাও কি জুটবে ?
মাঝে মধ্যে, মুড়মুরকি, আরো কিছু কলা _
এর বেশি চাইতে পারো, ভাজা বাদামছোলা ।
মুখে বড় কথা যদি, ফল দিতো সবটাই,
আঁধারের দিনগুলো, রোদমাখা হতো ভাই ।
কুয়াশার শ্বেত মেঘে, চোখে দেয় আবরণ,
লুটমার এর ফাঁকে, করে যত অপহরণ ।
ঢেকে গেছে পথ ঘাট, সবকিছু ধোঁয়াটে,
সিক্স পাশ ছেলে তবু, মন্ত্রীর চৌকাঠে ।
সাদা কালো রঙ নয়, তবু তাকে রঙ বলি,
ছবি আঁকি মাঝেমধ্যে, কালো রেখা এঁকে চলি ।
দেহের রঙে কালো সাদা, আমি তা মানি না,
ওবামার কালো রঙ, তাই ভেদ বুঝিনা ।
পেঁপে গাছের ডাল দিয়ে ঘর যদি তুমি বানাও,
সংসদে কেনো ঝর, ঘর বাঁচাও, দেশ বাঁচাও ?
বাবুল আচার্যী 03 / 01 / 2016