দেশের মাটি, মা আমার, তোমায় আমি ভালোবাসি ।
থাকবো না, মা তোমায় ছেড়ে, হয়ে পরবাসী ।
তোমার গেহের তরুলতা মাখা ছায়া , নহে অজানা,
শস্য, ফল, ফুল, লতা পাতা - এত সম্পাদনা ;
সকলের তরে, যুগিয়েছ তুমি,
প্রাণসুধারসে ভরপুর আনি,
দেশের মাটি, মা আমার, তোমায় আমি ভালোবাসি ।
শুনেছি কান পেতে মা ,বায়ুর কম্পন ,
বায়ুর হিল্লোলে আন্দোলিত পত্র-পল্লবের গুঞ্জন ।
জঠরের অগ্নিকুণ্ডে পেয়েছি, মাটির সুঘ্রাণ;
মাতৃগর্ভের রক্তপুঞ্জে, যখন ছিল আমার প্রাণ __
দিয়েছিল মা, যত অযাচিত শক্তির দান ;
ঐ রক্তে ই, মিশে ছিল তোমার শক্তির পরিচয় ।
বুঝেছি বড় হয়ে, আঁখি মেলে তুমিই, সকল শক্তির উৎস,
আমার শিরা উপশিরায়, তোমার শক্তি প্রবাহিত ।
সুখ যত দাও, তোমারি কোলে,
শক্তির সঞ্চার কর এই বাহুবলে ;
কাতর হয় মা হ্রদয় ভারে, তাই তুমি দুঃখ পেলে ।
দেশের মাটি, মা আমার, তোমায় আমি ভালোবাসি ।
তুমি মাতৃ স্বরূপা, বহে অবিরাম , স্রোতস্বিনী পুপুণ্যধারা ;
গঙ্গা, যমুনা, সরস্বতী, শতুদ্র , বিপাশা ,তাপ্তী, গোদাবরী, কাবেরী কলকল মনোহরা ।
তোমার শক্তি নিহিত, প্রতিটি ধানের কনায় ;
দিলে ক্লান্তির ঘুম, শান্তির শীতল বিছানায় ।
শত্রুর সেল করে যদি তোমায় বিদ্ধ ;
প্রতিহত করব তারে মিলে সঙ্ঘবদ্ধ ।
আজ করি এই পণ, বাঁচাতে তোমার লাজ ভরণ ।
দেশের মাটি, মা আমার, তোমায় আমি ভালোবাসি ।
বাবুল আচার্যী 02/01/ 2016