নিত্য দিনের নিত্য সুরে আছো তুমি কাছে দূরে,
কোথায় গেলে পাব বলো তোমার কৃপা-দান ?
নিশির শেষে সকল প্রাতে আঁধার ঘেরা অমারাতে
হন্য হয়ে খুঁজে বেড়াই তোমার অচল স্থান ।
সন্ধ্যা সকাল ডেকে ডেকে মানস কপাট বন্ধ রেখে ,
চার দেয়ালে বন্দি রেখে ভেজাই আঁচল খান ;
আকাশ জুড়ে উচ্চস্বরে, নামটি ভাসে অহংকারে,
বাতাস বলে ইচ্ছে করে বধির কার কান ?
তোমার রূপে শিশুর হাসি,পড়ে যখন কানে আসি,
মনের ঘরে পড়ে ফাঁসি শুনি বাঁশী র তান ;
তোমার রূপের এমন জাদু, দেখলে পরে ঝড়ে মধু ,
শিশুর রূপে দেখা দিয়ে করছো তুমি স্নান ।
ঐ যে বসে মাটির' পরে, গাইছে বাউল সুরে সুরে,
পল্লীবাসী উঠছে জেগে গাইছে রবির গান ;
বধূর কাঁকন কলস জলে, ছলাৎ ছলাৎ ছলে ছলে,
গাইছ তুমি মধুর জলে ফিরছে সবার প্রাণ।
ময়ূর দোয়েল রঙে রঙে, তোমার রূপের ঢঙে ঢঙে,
পদ্ম-পাতায় কোমল দলে তোমারি সব আখ্যান;
এমনি করেই বিজন মনে একুল ওকূল সবার সনে
সবাই যাবে ধারায় বহে রইবে তোমারি ব্যাখ্যান।
বাবুল আচার্যী 12/10/2017