নিরালায় তুমি একা নীরবের বাসী ;
ধ্যান মগ্ন শিব তুমি? সতত সুন্দর ।
শান্তির নিকুঞ্জ বন অতি মনোহর ;
কল্পনা জল্পনা করে মেঘ সারি সারি ।
শ্বেত পদ্মে সরস্বতী শুভ্র তার জ্যোতি;
সারস হরষে খেলে কমল সলিলে ।
মধূর মসৃণ পদে চলে শব্দ দ্যুতি ;
অর্চনা রচনা করে অতি সাবলীলে।
সবুজের কাছে গেলে খুলে মন দ্বার ;
আশা ভরে ভাষা জলে টলমল করে ।
মাঝি তুমি পাবে পার সুনীল সাগর ;
বৃষ্টি বিন্দু মেঘ হতে ঝড়ে ঝড়ে পড়ে ।
বিজনে কূজন শুনি পাখি কোকিলার ;
নির্জন নিরালা তুমি কল্পনার ঘরে ।
বাবুল আচার্যী 21/08/2019