নীলাঞ্জনার মত চোখ জুড়ে আছ তুমি নীলাকাশ ;
উষ্ণ আদ্র ভরা মনে ক্ষণে ক্ষণে দাও নরম বাতাস ।
কালো আবরণী মেঘে বাঁধা পড়ে যখন দুটি আঁখি;
তবু দাও ছড়ায়ে আভা যে,ব্যাথা সব ফেলে ঢাকি ।
তোমার নীলাভ বরণী আভা দেয় সবারে ধূপছায়া,
চোখের পলকে ভাসে সিন্ধু-নদী ও পলিমাটি কায়া।
এ হৃদয় গভীরে গড়ি তোমার বিশ্বাস ভরা মুরতি_
তবু গলে পড়ে বরফের ধবল শৃঙ্গ,হয় অধোগতি।
সবুজের কাছে হৃদয় সমীক্ষা,আর গগনের শিক্ষা,
নেইনি কখনো বেঁধে রুধিরে,ছড়ানো সে সব দীক্ষা!
সরল গরল জীবনের জল গড়াবে একদিন সিন্ধুতে;
কিছু নেই সঙ্কোচনে,মননে ,মিলাবে সব এক বিন্দুতে।
আঁকড়ে ধরে থাকার,নেই কোন কার্ণিশ এ মোহনায় _
ধুয়ে মুছে একাধারে হবে বিলীন ধূসর কিঙ্কর যাত্রায় ।
আমরা উষ্ণতায় ভুগি তবু,পৃথিবীর কোলাহল মাঝে ;
সবুজ কুঞ্জবন পুড়ে হল ছাই মোর নীলিমার খোঁজে ।
বাবুল আচার্যী 12/08/2017