তোমার নামে নত হউক শির সব,যত ধুলির অহঙ্কার ;
তোমার জলে ধুয়ে মুছে হোক পেলব অবজ্ঞা অঙ্গার ।
আমার উদাসীন মন কেঁপে ভাসে, আকাশ বিম্ব জলে ;
চিত্ত- রোষে ঘুর্ণিপাক খাও তুমি ঘোলা জলে বিফলে ।
জীবনানন্দে নন্দময় তুমি, আমি কেঁদে মরি গ্লানিতে !
ব্রহ্মরূপী ব্রহ্মপুত্র জীবনদর্শন দেখাও জল বিন্দুতে ।
তবু আমার মলিন সত্তা ডিঙোতে চায় অন্ধ সব গলি ;
কুল ভেঙে মিশে যাও তুমি তোমাতেই,ব্যাথা সব দলি ।
চিত্তে মর্মর ধ্বনি নিয়ে তবু পুঁতে চলো বীজ দুই ধারে ;
অমল মধুর বাতাসে অমৃত সুধায় জীবন যাপন ত্বরে ।
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জড়ায়ে বন্ধনে নন্দিত, আর_
লুইতের মাটি- জলে এসেছে যে ধিরাজ, সে সবাকার ।
তোমার উত্থানে সন্ধ্যা তারা জ্বলে তাই চড়ের আঙনে ;
'নমামি ব্রহ্মপুত্র' মন্ত্রে দীক্ষিত সবে রোশনাই প্রাঙ্গণে ।
বাবুল আচার্যী 16/04/2017