হায়নার মত বাইনারি চোখে লকলকে চাহনি,
কোথা গেলি তুই ? মস্তিষ্ক- মন- শিরা- ধমনী ।
তোর আদলে গড়েছি বাদল, চাই নি রোদ্দুর!
তোর বিরহে নেবে আসে ঢল,ডুবে সমস্তিপুর।
টিক টিক করে সময়ের কাঁদা,অঝরে কাঁদুক-
চোখ দিয়ে তার যে জল ঝরে,বুকে তা বিঁধুক।
ভালোবাসা প্রচুর ,সময় গণ্ডির রেখা টেনে যায়;
ধুত্তেরি ছাই, আমি খৈ উড়াই,বিস্তৃত- বালুকায় ।
তুই আমার কেউ নোস,কুকথা কি বলতে পারি !
ছোব না ,ধরব না তোকে,ভাব নেই শুধুই আড়ি ।
যতই বলি চক্ষুশূল তুই,ছেড়ে যা দিগন্তের পারে !
পরক্ষণেই বলি, আয়না, বস না কোলে ও ঘাড়ে ।
নুপুরের ধ্বনি নিক্বণ তুই ,-নাচ আঙুলেরি ছন্দে
জীবকোষে প্রাণ দিয়ে ঢুকেছিস জীবনের রন্ধ্রে ।
বাবুল আচার্যী 18/01/2021