মিলন আভাস করুণ তান উঠছে বুকে ঝড়ের বান ;
প্রলয় ঝড়ে যায় যে ভেসে হৃদয় বীণা'র সকল গান ।
সুরে সুরে দোলায় দুলে পালের বাতাস উঠছে ফুলে;
কোন দিশাতে বাতাস বহে ভিরবে মাঝি কোন কুলে ?
মনের রঙীন প্রজাপতি যায় উড়ে যায় কোন দিশে;
বাগে এখন হেসে খেলে ফুল গুলো সব যায় মিশে ।
বুকের ভেতর তোমার ছবি ছবির মাঝে সপ্ত- দ্বীপ;
বিজন দ্বীপে একলা বসে পুড়ে শুধু মাটির প্রদীপ।
তোমার ত্বরে বসে আছি মনের কপাট সদা ই খুলে;
মনের সদর কাঁপে কেন কোন অশনি আসছে দুলে ।
আকাশ পানে চেয়ে দেখি তারা গুলি লুকিয়ে গেছে;
নক্সীকাঁথার খোলা মাঠ জলের তলায় গেছে মিশে ।
বাবুল আচার্যী 16/08/17