সকাল থেকেই মনে খেলে, ফুরফুরে হাল্কা ঢেউয়ের বাতাস,
ভেসে আসে সাথে ,ধুপ গন্ধ মিশ্রিত হারানো পাতার বিশ্বাস ।
কাল এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল, স্মৃতি মর্মর পাতা ;
যাতে লেখা ছিল বন্ধুর পুরোনো কথা ,সুর ,বিলাপ ও ব্যাথা ।
চোখের স্নিগ্ধ চাহনিতে মরুভূমির বালি ওড়ে ;
বন্ধু ফাটল জমিতে একবার কর্ষণ করে যারে ।
মনের কাছে যখন চেনা মন হারিয়ে যায়;
তখন চেনা অচেনার হাথ ধরে পথ দেখায়।
সময়,তুমি ত দেখেছিলে গাঁয়ের মেটো পথ ধরে_
হেঁটেছিলাম বন্ধুরা কবে ,
তুমি ছিলে পাশে ঘড়ির কাঁটা ধরে,
সেই ছবি গুলা এবার ফিরিয়ে দাও তবে ।
সময় তোমার অনিহায় আসে যে ফাটল ,ফাটলের মাঝে দাগ;
তুমিই আবার উপঢৌকনে ,গড়ো নিগূঢ় ভালোবাসা নিদাঘ ।
হারিয়ে যাওয়া বন্ধু ফোন করে বলে " কেমন আছো? "
অগাধ নীল সাগরের জলে ভেসে ভেসে ,
সীমাহীন আকাশ ঘুরে এসে বলি " আমি ভালো আছি "
"এই ভালো আছির" ভাবে অনেক পাখি উড়ে যায় নীলাকাশে ।
স্মৃতিচারনের দরজা কপাট খোলার অবকাশে,
এ মন চলে যায় পুরোনো চলচ্চিত্র ছবির আঙিনায় ;
যেখানে কেহ অবদমনে ছুটে চলে, স্মৃতির পর্দায় ।
কুঁরির সাথে যেমন ফুলের নেই কোন মিল ;
তেমনি মনের কাছে ধরা পড়ে বহু গড়মিল ।
কুয়াশার জাল ভেদ করে ফোটে কিছু ফুল ;
মনে পড়ে যায় ঝুলে থাকত ওর কর্ণ লতিকায় একটি দুল।
দুলে দুলে দুল ধুয়ে গেছে ধুল;
তোকে চিনতে পেরেছি নির্ভুল।
এ যে চরম খুশির সীমানা ছাড়িয়ে যাওয়া ;
মরুর বালি বৃষ্টিতে ভিজে যায় , ভুমির কম কি পাওয়া?
ভালোবাসার আছে যদি কিছু ফুল সুগন্ধি,ও মান;
বন্ধুরাই দিয়েছে তার পুষ্পাঞ্জলি,বাড়িয়েছে সন্মান ।
কাজের মাঝে ঠোঁটের এক কোনে ,হাসি পড়ে থাকে;
উদাস মনটা সংসারে খুঁজতে থাকে ,ফাঁকে ফাঁকে ।
আজ তাই বন্ধুদের কাছে একটি বিশেষ দিন ;
স্মৃতির পাতা হবে সতেজ,যা ছিল এতকাল ধূসর মলিন ।
ভোরে একফালি সূর্যের কিরণ এনেছে যে রঙ তুলি আজ;
সেই তুলি দিয়ে রবি ছবি আঁকে মুখে, হাল্কা সবার মেজাজ ।
স্মৃতির বইটা রাখা ছিল সেল্ফে র এক কোনে;
এক নিশ্বাসে চায় পড়তে নিয়েছে বুকে টেনে ।
যার পাতায় পাতায় ভরে আছে খুশির ঘট ভরা উচ্ছাস ;
জীবনের কিছু দিনকে করবে সতেজ,সবার এই বিশ্বাস ।
বাবুল আচার্যী 31/07/2019