আমারে ভালো লাগেনা তোর আঙুলের ফাঁকে তাই মুখ ঢাকিস;
চলি যখন নজর এড়িয়ে আবার কালোমেঘে মুখ ঢেকে রাখিস ।
এ যেন লুকোচুরি খেলা দিবা- নিশির,
একে অপরের টানে চিরকাল অস্থির;
দিন প্রতিদিন যায়, এমনি করে বেলা,
একে অপরের সাথে ছোটাছুটি খেলা।
তবু আনে গানে প্রাণে ঝরণার হাওয়া;
পিছু পিছু ধাওয়া এইটুকু শুধু পাওয়া ।
নিশির শেষে চোখ খুলে দেখি ঘাসে পরে আছে শুধু আদ্র শিশির।
বাবুল আচার্যী 22/06/2017