রামাবাবু বলে সবে " ছাই পাশ খাস না "
খেয়ে নূর জীবনের খুলে ফেলে দিস না ।
বলে ফিরে সব দিন,
মাছি ওরে ভিন ভিন;
রামবাবু মদ গিলে, কাছে তার যাস না ।


ফাগুনে র দিন বলে,"আগুনের কত রাগ"
লাল রঙ মুখে মেখে, করি পার কত ফাগ।
দহনেতে ঝড়ে রাগ,
সরলেতে রাগ ঢাক ;
রাগ ঢেকে ফাগ মেখে গলাগলি হয়ে যাক ।

বাবুল আচার্যী     21/02/2018