অফিসের বড়বাবু কাজে বড় দক্ষ ,
সময়ের কাটা তীরে তার যে লক্ষ্য ।
সময়ের বেড়া পাঁকে,
পা ফেলে হাঁপ ডাকে,
হাবুডুবু খেলে বাবু বেধে যায় দক্ষ ।
খ্যাপা বড় ছেলেটা তুড়ি মেরে হাসে ;
জানা নেই চেনা নেই তাকে নিয়ে খাসে।
খোসাতেই পা ফেলে ,
ধপাস করে পড়ে গেলে,
দাঁত দুটো ভেঙে গেল প্রাণ নিয়ে বাঁচে ।
বাবুল আচার্যী 20/02/2018