সূর্য তোমাকে ,আজ এই শীতের সকালে,
দেখিনি তো এমনটি ঢাকা কোনো কালে!
দেখে মনে হয়, তোমার আশ পাশ;
চারিপাশে ঘন কুয়াশার নাগপাশ ।
ওরা কারা ? অস্ফুট মুখে ছিল না ভাষা,
প্রথম প্রহর গুণে যাদের যাওয়া আসা ।
ওরা সব নেমে এসেছিলো দলে দলে ,
আর অচিরেই তোমাকে ঢেকে ফেলে।
ওদের কি অভীসন্ধি, জানা নেই আমার !
কেন অবরুদ্ধ করছে তোমাকে বারবার ?
শক্ত চাদরের আড়ালে, শ্বেত পাথরের মত;
অন্ধকারে রুদ্ধ করতে চেয়েছে শক্তি যত,
লেলীহান আগুনের স্রোত অগ্নিকুণ্ডকে।
নেভাতে চেয়েছে যারা_
তোমার কুঞ্জ আলোয় ফোটা ধরণীকে ।
ওরা তায় আজ ঢেকে ফেলেছে ,-
আকাশ বাতাস জল গিরি মরু কানন,
পথ ঘাট মাঠ ঝারি বাড়ি বন ও উপবন।
ওদের অশরীরী আত্মার নেই কোন মন,
ধ্বংসের লীলাখেলা করা, এই ত জীবন !
শত্রু শত্রুর বাস আজ দিগন্তে দিগ্বিদিকে ,
তায় অলিগলি মহল্লায় কুয়াশা চারিদিকে ।
মিলেছে শত্রুরা এক ঘাটে যেন একত্রে সব ;
কুয়াশার আড়ালে হারিয়ে যায় কত শৈশব ।
হামলা করে ওরা সব, এই শীতের সকালে,
হাড়ভাঙা বৃদ্ধের জীবন যেন অতল সলিলে ।
ভেতরে ঢুকে জাগায় অস্থি- মজ্জায় কম্পন,
হৃদয়ের গতি থামিয়ে যায় ,- কে করে দমন ?
কিছু ক্ষণ পরেই দেখি, -নিস্তেজ কুয়াশারা,
দল বল নিয়ে এসে হামলা চালিয়েছে যারা,
জল হয়ে পড়ে থাকে, - মুখ গুঁজে ধরাতলে;
বাষ্প কারে উড়ে যায় নিঃশেষ হয় সর্বমূলে।
কুখ্যাত যারা ব্যাপ্তি ছড়ায়,--দুর্গন্ধ ভরে বাতাসে ,
শেষের সেদিন হবে ভয়ঙ্কর,- আমি বলি বিশ্বাসে।
বাবুল আচার্যী 07/01/2021