ঝড় ঝড় ঝড়ের আকাশ, ঝড় ঝড় বাদল বাতাস ;
সেই ঝড়ে কালো মেঘ করে এল, কার যে আকাশ !
থৈ থৈ করে জলতরঙ্গ, জমে রুধিরে হিম নিস্তরঙ্গ ;
নির্বাক ইটের গাঁথুনির মত নিশ্চল দেহের সর্বাঙ্গ ।
আকাশে ধোঁয়ার মেঘমালা ওড়ে ঘনঘোর কুয়াশা;
মানষ পটে দেখি উড়াল চণ্ডী তুমি, মুখে নেই ভাষা।
এ কোন ঝড়ো বেগে আধার পাত্র ভেঙে বৃষ্টি নামে ;
যান- প্রাণ সবই শঙ্কিত হিম চোখ বুজে গেছে থেমে ।
চারিধারে জল বৃষ্টির বিষফলে কত কি যায় ভেসে ;
জীবন নদীর কুলে ভরাডুবি হল জীবন তরী শেষে ।
বাকরুদ্ধ আমি, দেখেছি পাঁচটি তোমার ঐ আঙুল;
ডুবে গেলে তলে বানের জলে ভেসে ওঠে বনফুল ।
যাত্রার শেষ চিৎকারে বাতাসে বিদ্যুত ঝড়ে পড়ে ;
মৃত্যুর মিছিলে যোগ দিয়ে মূত্যুর অট্টালিকা গড়ে ।
হে সৃষ্টি ! তোমার এ ধারায় কুল হারায় কোন কুলে;
ত্রাণের মহিমায় রক্ষাকবচ কোন রূপে দেখা দিলে ।
জানি ক্ষুণ্ণ তুমি তোমার সুন্দর সৃষ্টির এ বাগিচায় ;
ফুল ঝড়ে যায় তবু চেয়ে থাক অপলকে অসহায় ।
করুণ ওদের সব কাহিনী করুণ ওদের সব বাণী;
করুণ সুজলা সুফলা শস্যশ্যামলা সুন্দর ধরণী ।
করুণ মনের গীতি করুণ ভাবের ভাষা ও স্থিতি ;
গানের ভাষা মুছে যায় জলে কি নিদারুণ অতি ।
জীবন নামে জল রূপে এসে বাঁচালে কত প্রাণ !
সেই জলে ভাসালে কেন প্রভু এত সমাধি প্রয়ান ?
বাবুল আচার্যী 13/09/2017