যাবার কালে ক্ষণে ক্ষণে, অনেক বলার থাকবেই,
লুকিয়ে রাখা ভালোবাসা, উথলে পরার পরবেই ।
কথার মালা হৃদয় জুড়ে, -ভরে আসার আসবেই;
দমন করা যায়না যেথা,- ভাসার সে 'ত ভাসবে ই।
ভালোবাসা প্রীতির ছলে,-উথাল পাতাল করবেই!
অমোঘ টানের ইচ্ছেগুলো,-- পূরণ হতে চায়বেই;
গানের নেশায় বীণা'র সুরে,- গুনগুণিয়ে গাইবেই।
মাটির টানে বাদল গুলো,- গরজ করার করবেই_
নব বধূর প্রীতির টানে,--- স্বামীর চরণ ফিরবেই ।
সূর্যমুখী আলোর নেশায়,-- পূরব দিশায় ঘুরবেই;
অস্ত্যকালে ফেরার পথে,- পিছন ফিরে দেখবেই।
হৃদয় যাহার গানে ভরা,-- গানের কথা লিখবেই;
হৃদয় যাহার অমৃত কুণ্ড,- ভালো সবাই বাসবেই।
অনেক দিনই ছিলে মনে,- হৃদয় নড়ার নড়বেই;
চোখে চোখে হৃদয় ছোঁয়া,- মেঘের ছায়া পরবেই।
হৃদয় মনের অমোঘ টানে,----- তুফান'ত উঠবেই;
কুসুম গুলো বারিপাতে,---- নবীন রঙে সাজবেই;
বিদায় বেলায় সবার নয়ন,-ছলোছলো করবেই ।
বাবুল আচার্যী 08/10/2019