হৃদয়ের ঘন হলুদ ফুলগুলো আজ ভাসিয়েছি পুকুরের জলে ;
মেলেনি যে তার কোনো বসতভিটা !
নিঃসার হয় নি কারো চোখের পাতা ,
ভেসে যাওয়া বৃষ্টি বিন্দুর মুকুরে দেখবে আমার হৃদয় গলে ।
অন্তরে নিহিত জালে আবদ্ধ কথাগুলো নহে শুধুমাত্র ফুল ;
প্রথম কাহিনী হৃদয় বিদারক বড় জ্বলা ,
হতে পারতো আঙনের ফুলে বরমালা !
ভেসে যাক , আমারি হৃদয়ের খণ্ড খণ্ড হাজার বেদনার ধুল ।
তরল মাধুর্যে ভরা তুমি দ্যোতনায় ভরে দিতে এ হৃদয় খসড়া;
বিসারী হৃদয়কে রাঙাতে তুমি আকাশ !
তুলির বিচরণে বইত জড়োয়া বাতাস ,
আলো আর বৃষ্টিতে ভিজে গিয়ে দুজনে হতাম মাতোয়ারা।
না পাওয়ার দীর্ঘশ্বাস পত্রপুঞ্জে কতদিন ভাসবে গাঙের জলে ?
মনের রঙে ও ধরবে একদিন পচন ;
অবেলায় পড়বে কী মনে সেই সব ক্ষন ?
বৃক্ষচ্যুত হলুদ পত্র আবার ভাসালে জলে তুমি কী নেবে তুলে?
বাবুল আচার্যী. 17/07/2024