তোমার গেহে কে আছে, জানিনা !
তোমার তলে কি আছে, জানিনা !
তোমার বৈভবে কি আছে, জানিনা !
তোমার মরমে কি আছে জানিনা !
এত শান্ত, এত নির্মল,তোমার দেহের উষ্ণতার জল
গোটা পৃথিবীর কামিনী র উষ্ণতা যেথায় নিষ্ফল ।
তুমিই জীবনের বেগবাহী ধারা ;
বিন্দু বিন্দু জীবনের কলকল সারা ।
তোমার পদের এক কিনারায় ঘাটে ঘেঁষে বসে আছি শত শত মানুষের ভীড়ে ;
সন্ধ্যা নদীর তীরে ।
তোমার আঁচল তটে ;
মোক্ষ দ্বারে র পটে ।
হে মা গঙ্গা ,
তুমিই জীবনের সত্য বচন সঙ্গীত স্বরূপ ও সংজ্ঞা ।
তুমি জঠরের দ্বিতীয় স্বরূপ;
যার নেই কোন বিকল্প বিরূপ ।
তুমিই উন্মোচনের দ্বার ;
সবার জীবনে কর কল্যাণ দুর্গতির উদ্ধার ।
বাবুল আচার্যী 04/01/2019