এখনো বাতাসে ভাসে তোর আমিষ গন্ধ,
কি আসে যায়, মূখ চোখ খোলা কি বন্ধ ?
আমার,
এখন সে তো অবারিত হাট __
কেউ আসে কেউ ঢোকে বিভ্রান্তি বিরাট !
আমি চেয়েছি তোকে চাইনি হতে সম্রাট |

এখনো বাতাসে ভাসে তোর আমিষ গন্ধ,
কি আসে যায়,  ঝাপসা দুপুর, শার্সি বন্ধ..
আমার ---
ঢেউয়ের নীল উঁচু কড়াল দাঁত;  
আমাকে বিদ্ধ করার জন্য বাড়ায় দীর্ঘ হাত !
ফলপ্রসু হোক , তোর হৃদয়ের অভিসম্পাত |

এখনো বাতাসে ভাসে তোর আমিষ গন্ধ,
কি আসে যায়, চোখে ছানি পরে হোক বন্ধ _
আমার ......
একঝাঁক ভীমরুল শূল ফোটাক -
অভ্রভেদী অম্বরের জল ঝড়ুক ক্লেশ ডাক ,
এতে তোর হৃদয় ভিজে গলে যদি যায় ,যাক  !

এখনো বাতাসে ভাসে তোর আমিষ গন্ধ ,
জীবন-দ্বার খোলা আছে যদি পথ হোক বন্ধ -
আমার ....
শুধু খোলা থাক শূন্যে নীলাকাশ !
সেখানে একাকার হবো,আমি আর বাতাস ,
মহাকাশে এভাবে বিলীন হবে , যত হাহুতাশ ।

বাবুল আচার্যী    29/01/2021