এ পথটা বড়ো নিঝুম !
টিম টিম অস্ফুট আলো,
রাত দুপুর বড়ো কালো;
হৃদয়ের অস্ফুট কোলাহলে_
জেগে সাড়া দেই কৌতূহলে।
বালির মত স্মৃতি কিছু গলে পড়ে জলে__
আমি জেগে উঠি, নিশীথ রাতে নিঃশব্দে!
চলে যায় সব শীতঘুম,
এ পথটা বড়ো নিঝুম ।
পর্দার ফাঁক দিয়ে দেখি বাহির চত্বরে,
চোখে পড়ে এক জীর্ণ এক বাতি ;
থেকে থেকে জ্বলে ওঠে সারা রাতি,
মনে হলো,- বাতি টার পাশে
কেউ যেনো নির্বিকার শুয়ে আছে !
নয়নের জলে জলছবি এক ভাসে !
জানিনা সে কার ?
হতে পারে, আমারি মনের হাহাকারী রূপ,-- হাহাকার!
ধুকপুক স্পন্দনে ছেড়ে যায় ঘুম;
এ পথটা বড়ো নিঝুম ।
যে পথ ছিল সাগরে মিলাবার_
যে পথ ছিলো মিলেমিশে হাটবার ;
আজ ত্যক্ত বীজন এলাকা !
শূন্য প্রান্তরে পড়ে আছে, এক ঢিবি বালুকা ।
পদচাপ চিহ্ন বিহীন ঘাস বিস্তর,
একসময় ধুলি ঝড় উঠত যেখানে নিরন্তর ;
দুজনার পদচাপে !
আজ ভরে গেছে কাঁটা গাছ আর ঝোপে _
সে পথে হাঁটতে গিয়ে কাঁটার খোঁচা লেগে ভেঙে যায় ঘুম !
এ পথটা সত্যি বড়ো নিঝুম।
বাবুল আচার্য্য। 19/ 03/2022