এ জীবন বড়োই ছোট্ট জীবন ;
রেখো না কোন আশ, করে নাও পূরণ ।
এ জীবন বড়োই ছোট্ট জীবন ।


ভেবে দেখ, খেলাধুলার ঘর  ছেড়েছি কবে ;
প্রাণ খুলে হাসি ছেড়েছি যবে।
অন্তর থেকে মলিন হয়েছে সবুজ যেদিন ;
বড় হতে শুরু করেছি আমরা দিন প্রতিদিন ।
এ জীবন বড়োই ছোট্ট জীবন।

আদিকাল হতে সময়ের চাকা ঘুরছে যেমন ,
পাড় হয় সময় আমার প্রতিদিন প্রতিক্ষণ।
সময়ের সাথে রঙ খেলে নাও, কিছুক্ষণ ।
এ জীবন বড়োই ছোট্ট জীবন।

বাবুল আচার্যী  25/11/2019