মনটাই সিঁড়ি চড়ে ,
গানে গুণ গুণ ;
সিঁড়িটাই যদি ভাঙে ,
ধরে মনে ঘুণ ।
একদিনে দৌড় ঝাঁপ,
ঝাঁপ দিয়ে দৌড় ;
আকাশের তলে দেখ,
লেগে আছে হোর ।
আঁকাবাঁকা পথ ঘাট ,
কুমীরের গ্রাম ;
কুমীরের চোখে জল
কে দেবে দাম ?
পরিশ্রমে পাও যদি ,
ঘামে ভেজা জল;
বুদ্ধির পরিশ্রমের ,
দেখো কত বল ।
সবুজের ছায়া যদি,
মনে ছায়া পড়ে ।
ধরে তারে রাখো যদি ,
সুখ পাবে ঘরে ।
মুখ যদি তূণ হয়,
'তীরে' কথা বিষ ।
সেই 'তীরে' ঘা করে,
অন্তরে অহর্নিশ ।
বাবুল আচার্যী 07/05/2017