সমুদ্রের ফেন শীর্ষ ঢেউগুলোর দিকে চোখ গেছে কতবার !
যতবার পড়ি জীবনের ঘূর্ণাবর্তে ....
জীবন- মরন আবর্তন, বিবর্তন ও পরিবর্তন কি... ততবার ।
ঢেউ গুলো জেগে জেগে,
যেতে যেতে আগে ভাগে ;
ছোট থেকে হয় বড়ো ,বড়ো থেকে ছোট ।
জ্বলজ্বল করে ওঠে সারা;
যেন উত্তরায়নে ডোবা সূর্য তারা ।
চলে যাবার আগে ,
অগাধ জলাধির বুকে ,
চক্রবৃত্তের গূঢ় তত্ত্ব বলতে চায়;
ভাটার জলের অনন্ত ধারায় ।
অন্ত্যের পরে আদির উত্থান,
আদির শেষে অন্তের বিতান ।
মুখরা ও অন্তরার অন্তরালে,
স্বর গুলো যেন ভারি দোলে;
স্বর থেকে স্বরের দোলনায়,
এ জীবনের বহু কিছু বদলায় !
আর মিশে যায় জীবনের সবুজ আঙিনায় ।
আজ যে সুপ্তকলি, কাল সে পূর্ণতা;
পূর্ণতা র ঢলে নামে অসীম শূন্যতা ।
এই ওঠা নামা, নামা ওঠা_
চক্রবৃত্তের একটি মাত্র পট ছবি;
পশ্চিম থেকে পুবে ওঠা,
বিগত দিনের রবি।
অন্ধকার থেকে আলোর পাঁক বৃত্ত,
যেন এক তালে র একটি মাত্র নৃত্য ।
যেখানে, জীবন কাঁদে হাসে, তালে তালে নাচে;
পুতুলের সাথে করে সঙ্গ , পুতুলের সাথে বাঁচে।
এরপর করুণা ঘন সন্ধ্যা নেমে আসে,
হারিয়ে যায় এ জীবন নগ্ন মলিন বেশে;
আদি ও অন্তের মধ্যে আছে যে এক অমোঘ টান;
স্রষ্টা চলেছে করে,অনন্ত কাল ধরে, তারি সম্মান ।
বাবুল আচার্যী 20/01/2019.