বৃষ্টি মেঘের ডাক শুনে বলছি , শুনে যারে বাদল ;
আজ তোর ঝড়ে বৃষ্টি ঢেলে,করবি কাকে পাগল ?
ও যেন এমনিতেই তোর সোহাগী জলের বনসাই;
যদিও আমার আঙিনায় ফুটে, মন তোর জলসায়।
এমন ত কথা ছিলো না রে তোর সাথে অনামিকা _
মেঘের গম্ভীর গর্জনে তায়, মনে জাগে বিভিষিকা।
একদিন বৃষ্টি মূখর দিনে দেখি,পালিয়ে সে বেড়ায়;
তোর জলে ভিজে নগ্ন ছবি এঁকে তোরি গান গায় ।
তোর ডাকে মেঘ না চাইতে জল উপচে কেন পড়ে ?
তোর ডাকে কেন এতো পাগল ,জানতে ইচ্ছে করে ।
বাবুল আচার্যী 21/10/2019