শীত, গ্রীষ্ম বরষার সাথে সাথে আমার ভাবনাও উঠা নাবা করে _
কখনো বরষার অথৈ জলে থৈ থৈ করে মনের উদ্যান ।
কখনো গ্রীষ্মের দাবদাহে মন পোড়ে, গন্ধ বেরোয় ,করি অগ্নি স্নান ;
অপেক্ষা করি ......
তবে শীতের আমেজে মন ছুটে চলে অজান্তে !
এখানে ওখানে দিগন্তের প্রান্তে  বিভ্রান্তে ,
খুঁজে চলে তোমাকে অনলস, অবিরাম ।
আমি তোমাকে ছুঁয়ে শিখরে পোঁছাতে পারিনি কেনো জানিনা ?
কোথায় হয়েছিল ভূল ?
চোখে পড়েছিল ধূল ।
পড়ে বুঝেছিলাম, সে ছিলো তোমার উড়ে আসা একটি কালো চুল।
সে কী অসহ্য যন্ত্রণা ,
চোখে এলো জল ,সাথে রক্তিম রক্ত কণা ।
সে জল বুকে হিম হয়ে গেছে সময়ের চাপে বিক্রিয়ায় হয়ে গেছে শক্ত পাথর !
যদি তুমি কখনো আসো ফিরে......
হিমবাহ স্রোতে সে পাথর ভেসে যাবে কিনা জানিনা।

বাবুল আচার্জী  09/06/2024